বদলগাছীতে ভ্যানচালকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে প্রলোভন দেখিয়ে জোরপূর্বক মাদ্রাসার এক তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ভ্যানচালক আব্দুল রাজ্জাকের (৫০) বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে গত রোববার দুপুরে বদলগাছীর উপজেলার বালুভরা ইউনিয়নে। অভিযুক্ত ভ্যানচালক আব্দুল রাজ্জাক উপজেলার পালশা গ্রামের মৃত কবির উদ্দিনের ছেলে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার দুপুর ১টার দিকে উপজেলা বালুভরা ইউনিয়নের তৃতীয় শ্রেণির এক ছাত্রী বাড়ি ফেরার পথে পাটনঘাটা ঈদগাহ মাঠের উত্তর পাশে পৌঁছলে পালশা গ্রামের আব্দুল রাজ্জাকের (ভ্যানচালক) সাথে দেখা হয়। ভ্যান চালক ঐ মাদ্রাসার ছাত্রীকে বাড়িতে পৌঁছে দেয়ার কথা বলে ভ্যানে তুলে নেয়।
বাড়িতে নেয়ার মাঝপথে পাটনঘাটা ঈদগাহ মাঠের পাশে বয়েন উদ্দিনের বাঁশঝাড়ের কাছে পৌঁছালে রাস্তায় ভ্যান থেমে মাদ্রাসা ছাত্রীকে টাকা দেয়ার কথা বলে বাঁশঝাড়ের দিকে নিয়ে যেতে চাইলে ভুক্তভোগী মাদ্রাসার ছাত্রী যেতে চায় না।
এ সময় ভ্যানচালক আব্দুল রাজ্জাক এক পর্যায়ে জোরপূর্বক ঐ ছাত্রীকে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করার চেষ্টা করলে ঐ ছাত্রী ডাক-চিৎকার দেয়। এতে রাস্তার অন্য এক ভ্যানচালক সমুন চিৎকারটি শুনতে পেয়ে বাঁশঝাড়ে কাছে এগিয়ে গেলে আব্দুল রাজ্জাক ছাত্রীকে ফেলে রাস্তায় এসে ভ্যান নিয়ে বালুভরা বাজারের দিকে চলে যায়।
এসময় আশেপাশের লোকজন ছুটে এসে ঘটনাটি শোনেন। তখন ভ্যানচালক সুমন ছাত্রীকে উদ্ধার করে তার বাবার বাড়িতে পৌঁছে দেয়। বাড়িতে পৌঁছার পর ভুক্তভোগী ঘটনাটি প্রথমে তার দাদীর কাছে বলে এবং পরে এ বিষয়ে বিস্তারিত তার বাবা-মায়ের কাছে খুলে বলে।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত আব্দুল রাজ্জাকের বাড়ির সামনে ভিড় জমালে রাজ্জাক বাড়ির পিছনের জানালা দিয়ে পালিয়ে চলে যায়। খবর পেয়ে বিকালে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে রাতে থানায় একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বলেন, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিকে ধরতে অভিযান চলমান রয়েছে।