ঢাকা | জুলাই ১, ২০২৫ - ৬:১৫ অপরাহ্ন

বগুড়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

  • আপডেট: Monday, May 26, 2025 - 11:51 pm

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় এক স্বামীর বিরুদ্ধে তারই স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, স্বামীর পরকীয়া প্রেমে বাধা দেয়ায় ওই স্ত্রীকে কুপিয়ে হত্যার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তের বাবা-মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।

গত রোববার রাতে শহরের নূরানী মোড় এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম ববি আক্তার (২৭)। আর অভিযুক্ত রোহান বেপারী (৩৫) ওই এলাকার রবিউল বেপারীর ছেলে।

ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত স্বামী। পুলিশ বলছে, রোহান পুলিশের ওপর হামলার ঘটনায় হওয়া মামলার এজাহারভুক্ত আসামি। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।

মৃতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে প্রেম করে ববিকে বিয়ে করেন রোহান। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। তারা শহরের নূরানী মোড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

ও তার কয়েকজন সহযোগী মদ্যপ অবস্থায় গত ১৫ এপ্রিল রাতে শহরের কালিতলা এলাকায় দুই পুলিশ কর্মকর্তাকে মারধর করেন। এ ব্যাপারে মামলা হলে রোহান আত্মগোপনে চলে যান।

সম্প্রতি রোহান বেলী নামে এক নারীর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। বিষয়টি স্ত্রী ববি জেনে তাকে বাধা দেন। এতে তাদের দাম্পত্য কলহ দেখা দেয়।

গত রোববার রাত ১১টার দিকে এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে রোহান ক্ষিপ্ত হয়ে ববির বুক ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

প্রতিবেশীরা ববির চিৎকারে ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে তারা ববিকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

তারা জিজ্ঞাসাবাদের জন্য রোহান বেপারীর বাবা রবিউল বেপারী ও মা পপি আক্তারকে আটক করে থানায় নিয়ে আসেন। সদর থানার ওসি হাসান বাসির বলেন, ছুরিকাঘাতে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।  অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS