ঢাকা | মে ২৬, ২০২৫ - ৪:২৬ পূর্বাহ্ন

নগরীতে নবোদ্বয় পাবলিক স্কুলের পুরস্কার বিতরণ

  • আপডেট: Monday, May 26, 2025 - 12:54 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে নবোদ্বয় পাবলিক স্কুলের আয়োজনে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গত শনিবার নগরীর টি-বাঁধ সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি উপ-পুলিশ কমিশনার মোহা: রিয়াজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সভাপতি গোলাম সারওয়ার স্বপন।

স্বাগত বক্তব্য রাখেন নবোদ্বয় পাবলিখ স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক হাবিবা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আরএমপি কাশিয়াডাঙ্গা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পঙ্কজ কুমার দে, ভবানীগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল খাইরুল আনাম, রাজশাহী জর্জ কোটের আইনজীবী মখলেসুর রহমান মুকুল, রাজশাহী মহানগর কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সচিব ফারুক হোসেন  ও নবোদ্বয় পাবলিক স্কুলের সভাপতি মোহা: জাহাঙ্গীর আলম। উপস্থিত অতিথিগণের বক্তব্য শেষে বৃত্তিপ্রাপ্তদের সনদ ও নগদ অর্থ প্রদান এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Hi-performance fast WordPress hosting by FireVPS