ঢাকা | মে ২৬, ২০২৫ - ৩:৩২ পূর্বাহ্ন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন

  • আপডেট: Monday, May 26, 2025 - 12:58 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে  রোববার বিকালে ‘দু হাজার চব্বিশের গণ-অভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার।

এসময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মির্জা ইমাম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান, সিনিয়র সহকারী কমিশনার (উন্নয়ন ও আইসিটি শাখা) প্রিয়াংকা দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে কুলসুম সম্পা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এসময় জেলা কালচারাল অফিসার মো. শাহাদৎ হোসেন এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর শামীমা হামিদ।

অনুষ্ঠানে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় কবি নজরুলের বিদ্রোহী কবিতা ও সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে জেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS