ঢাকা | মে ২৯, ২০২৫ - ২:৩৪ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

  • আপডেট: Monday, May 26, 2025 - 5:29 pm

অনলাইন ডেস্ক: জেলায় ইটনায় ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক চালকের মৃত্যু হয়েছে।

আজ সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার মৃগা ইউনিয়নের প্রজারকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। মৃত তোফায়েল মিয়া (১৮) প্রজারকান্দা গ্রামের বাসিন্দা নিয়াজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক।

সকালে মৃগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দারুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত  করেছেন।

স্থানীয়দের বরাতে চেয়ারম্যান জানান, আজ সকালে ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে যান তোফায়েল মিয়া। এ সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে ঘটনাস্থলেই মৃত্যু হয় তোফায়েলের। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল বলেন, এ ব্যাপারে আমাদের কাছে একটি খবর এসেছে। ঘটনাস্থলে আমরা পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত জানার পর, আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সূত্র: বাসস

Hi-performance fast WordPress hosting by FireVPS