বাশিস মান্দা শাখার নিজস্ব ভবন নির্মাণ কাজের উদ্বোধন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) নিজস্ব ভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১০টার দিকে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
বাশিস মান্দা শাখার আহ্বায়ক সদেরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এমএ মতিন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু, বাশিস কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম সোরয়ার স্বপন, প্রধান শিক্ষক নাসির উদ্দিন সরদার, মাস্টার এনামুল হক ও দেলোয়ার হোসেন।