ঢাকা | মে ২৬, ২০২৫ - ৫:৪৩ পূর্বাহ্ন

বাঘায় ৫টি মানবিক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • আপডেট: Sunday, May 25, 2025 - 11:06 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার গ্লোবাল কমিউনিটি অরগানইজেশনের উদ্যোগে  ৫টি চলমান মানবিক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হযেছে।

গত শনিবার উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে এই অবহিতকরণ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন গ্লোবাল কমিউিনিটি অরগানাইজেশনের নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম। প্রধাান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঘা থানার অফিসার ইনচার্জ অ .ফ.ম আসাদুজ্জামান আসাদ, হরিরামপুর দুস্থ মহিলা বহুমুখী সংস্থার নির্বাহী পরিচালক মীর শওকত আলী, গ্রীণ দি এনভারোন্টে-র নির্বাহী পরিচালক আজাদ মিয়া, অ্যাসোসিয়েশন ফর রুরাল পিপলস অ্যাডভান্সমেন্ট নির্বাহী পরিচালক ওয়াহেদুজ্জামান এবং প্রত্যাশার নির্বাহী পরিচালক মোস্তাফা আব্দুল বাতেন রুশদী।

সভায় স্থানীয় প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন সংস্থার ও সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।  ৫টি প্রকল্প গুলো হলো- চরাঞ্চলের মা ও শিশুর পুষ্টি উন্নয়ন নিশ্চিতকরণ, বজ্রপাতের ঝুঁকি থেকে রক্ষা পেতে বৃক্ষরোপণের মাধ্যামে নিরাপদ জীবনের উদ্যোগ, দেশের বস্ত্রি এলাকায় মা ও শিশু স্বাস্থ্য সেবা উন্নয়নের কার্যক্রম, প্রবীণ জনগণের মধ্যে খাদ্য সহায়তা কার্যক্রম, পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে এবং একটি শিশুর ভবিষ্যতের জন্য একটি গাছ স্পন্সরের কার্যক্রম।

সভায় প্রকল্পসমূহের উদ্দেশ্য, কার্যক্রম ও ভবিষৎ পরিকল্পনা উপস্থাপনের করা হয়, যা স্থানীয় জনগণ ও প্রশাসনের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করে। গ্লোবাল কমিউনিটি অরগানইজেশন আশা প্রকাশ করে, এই প্রকল্পগুলোর মাধ্যমে সমাজের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS