ঢাকা | মে ২৬, ২০২৫ - ৫:৪০ পূর্বাহ্ন

দেশজুড়ে আবারও শুরু হলো রাঁধুনী নিবেদিত মাংসের সেরা রেসিপি

  • আপডেট: Sunday, May 25, 2025 - 11:56 pm

প্রেস বিজ্ঞপ্তি: ওমেন কালিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডঈঅই) উদ্যোগে আয়োজিত জনপ্রিয় অনলাইন রেসিপি প্রতিযোগিতা ‘রাঁধুনী নিবেদিত মাংসের সেরা রেসিপি’-এর চতুর্থ সিজন শুরু হয়েছে।

রোববার রাজধানীর বনানীতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এবারের সিজনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব মার্কেটিং ইমতিয়াজ ফিরোজ, ওমেন কালিনারি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও স্বনামধন্য কালিনারি এক্সপার্ট নাজমা হুদা, ভাইস প্রেসিডেন্ট ও রন্ধন বিশেষজ্ঞ কল্পনা রহমানসহ আরও অনেকে।

এবারের প্রতিযোগিতার থিম- বিভিন্ন রকমের কাবাবের সাথে নান বা পরোটা! অংশগ্রহণকারীদের বানানো রেসিপিগুলোর মধ্য থেকে প্রাথমিক বাছাই করা হবে অনলাইনে।

পুরো প্রতিযোগিতা এবং বিচারকাজ ওমেন কালিনারি অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচারিত হবে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাওয়া রেসিপির মধ্য থেকে সেরা তিনটি বেছে নেয়া হবে ফাইনাল রাউন্ডের জন্য। চূড়ান্ত পর্বটি ঢাকায় অনুষ্ঠিত হবে, যেখানে প্রতিযোগিদের জন্য থাকছে আরও কঠিন ও সৃজনশীল রান্নার চ্যালেঞ্জ।

বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার- প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা যথাক্রমে ৫০,০০০, ৩০,০০০ এবং ২০,০০০ টাকা করে পুরস্কার পাবেন।

প্রতিবারের মতো এবারও এটি দেশজুড়ে রান্নাপ্রেমীদের ব্যাপক উৎসাহ ও অংশগ্রহণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলে প্রত্যাশা আয়োজকদের।

Hi-performance fast WordPress hosting by FireVPS