ঢাকা | মে ২৬, ২০২৫ - ৩:৫২ পূর্বাহ্ন

শিবগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি মুক্তা গ্রেপ্তার

  • আপডেট: Sunday, May 25, 2025 - 11:10 pm

চাঁপাই ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ নজমুল কবির মুক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে  উপজেলার হলমোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ৫ আগস্ট পরবর্তী গুম ও খুনে একটি মামলার এজাহারনামীয় আসামি ছিলেন আওয়ামী লীগ নেতা নজমুল কবির মুক্তা।

তিনি উপজেলার দাদনচক এলাকার মৃত. মবিন উদ্দিন আহমেদ টুলু মিয়ার ছেলে। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালায় পুলিশ।

এসময় হলমোড় এলাকা থেকে ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় গুম ও খুনের একটি হত্যা মামলা ছিল। সেই মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন তিনি। রোববার তাঁকে আদালতে সোপর্দ শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS