ঢাকা | মে ২৬, ২০২৫ - ৪:২৭ পূর্বাহ্ন

পার্বতীপুরে যুবলীগের নেতাসহ ৩ জন গ্রেপ্তার

  • আপডেট: Sunday, May 25, 2025 - 11:09 pm

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুরে হত্যা, চাঁদা, অস্ত্রসহ ৮ মামলার আসামি অপারেশন ডেভিল হান্ডের আওতায় পার্বতীপুরের বিভিন্ন এলাকা থেকে জেলা-উপজেলার আওয়ামী লীগের ৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার ভোররাতে পার্বতীপুর থানা পুলিশের অপারেশন ডেভিল হান্ডের অভিযানে বাংলাদেশ আওয়ামী যুব লীগের জেলা শাখার ক্রীড়া বিষয়ক সম্পাদক মাজেদুল হক শাহ্ (৪০), হাবড়া ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি রুমন বাবু (৩০) ও হামিদপুর ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানাকে (৪০) আটক করে পার্বতীপুর পুলিশ।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ-আল মামুন নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে এবং তাদেরকে গতকাল রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS