চাটমোহরে নদী থেকে তরুণের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে নদীতে হাত-পা বাঁধা ভাসমান অবস্থায় ইতুল হোসেন (১৮) নামের এক তরুণের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত শনিবার রাত নয়টার দিকে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের মিলনচর এলাকার গুমানী নদী থেকে মরদেহটি উদ্ধার কওে পুলিশ। এর আগে গত শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিল ইতুল। নিহত ইতুল মিলনচর গ্রামের নবীর উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, গত শুক্রবার রাত দশটার দিকে অজ্ঞাত দুই যুবক একটি মোটরসাইকেলে ইতুলকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। গত শনিবার সন্ধ্যায় গুমানি নদীর কাজিরচর ও মিলনচর সংযোগস্থলে হাত-পা বাঁধা একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী।
পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে চাটমোহর থানায় মরদেহ উদ্ধারের খবর পেয়ে ইতুলের পরিবারের লোকজন থানায় গিয়ে নিশ্চিত করে সেটি ইতুলের মরদেহ।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম বলেন, প্রাথমিকভাবে এটিকে হত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে কারা কি কারনে ইতুলকে হত্যা করেছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।