ঢাকা | মে ২৪, ২০২৫ - ১:০০ অপরাহ্ন

হোটেল কর্মচারীকে হত্যার অভিযোগ

  • আপডেট: Saturday, May 24, 2025 - 12:22 am

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আরাফাত হোসেন (৪০) নামে এক হোটেল কর্মচারীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার সকালে সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বরে অবস্থিত হাইওয়ে রেস্ট হাউজের পিছনের ফাঁকা জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত উল্লাপাড়ার উপজেলার চড়িয়া কালিবাড়ি এলাকার সিল্কসিটি হোটেলের কর্মচারী ছিলেন।

সলঙ্গা থানার এসআই পুলক সরকার বলেন, আরাফাত হোসেনের বাড়ি ফরিদপুর জেলায়। ঢাকায় পোশাক কারখানায় চাকরি ও পরিচয়ের সুবাদে ৩ বছর আগে তিনি রায়গঞ্জ উপজেলার নিমগাছি এলাকার এক নারীকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তিনি নিমগাছী এলাকার শ্বশুরবাড়িতেই থাকতেন।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হোটেলে কাজ করার কথা বলে তিনি শ্বশুরবাড়ি থেকে বের হন। গতকাল সকালে ঘটনাস্থলে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেন।

এসআই পুলক আরও বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মুখমণ্ডল ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। নিহতের স্ত্রীর কাছে সংবাদ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS