ঢাকা | মে ২৪, ২০২৫ - ৭:৩৬ অপরাহ্ন

রাজশাহীতে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, May 24, 2025 - 10:39 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রাজশাহীর রিভার ভিউ কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে মেলা শুরু হয়ে গতকাল শুক্রবার মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার। তিনি ক্ষুদে বিজ্ঞানী ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্বে করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার।

‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে জেলা প্রশাসন এ আয়োজন করে। এতে পৃষ্ঠপোষকতা করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

তিন দিনের এ আয়োজনে ছিল বিজ্ঞান বিষয়ক সেমিনার, শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা।

সমাপনী অনুষ্ঠানে সহকারী কমিশনার ইয়াছিন মিয়ার সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রিভার ভিউ কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মনোয়ারা পারভিন। উপস্থিত ছিলেন-সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু, সেহরীন তাবাসসুম তিথী, প্রিতম চক্রবর্ত্তী প্রমুখ।

Hi-performance fast WordPress hosting by FireVPS