ঢাকা | মে ২৪, ২০২৫ - ১২:৫২ অপরাহ্ন

বাগমারায় যুবকের বিশেষ অঙ্গ কেটে দিলেন চাচাত বোন

  • আপডেট: Saturday, May 24, 2025 - 12:29 am

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় ধর্ষণচেষ্টার অভিযোগে জাহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবকের বিশেষ অঙ্গ কেটে দিয়েছেন তার চাচাত বোন।

গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাগমারা উপজেলার গোয়ালকান্দী ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের মন্ডলপাড়ায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। জাহিদুল উপজেলার একই গ্রামের আনিছুর রহমানের ছেলে।

তিনি এক সন্তানের জনক। স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী নারীর বাড়িতে যায় জাহিদুল। পরে জাহিদুলের চিৎকার শুনে প্রতিবেশীরা সেখানে গিয়ে দেখেন তার লুঙ্গি রক্তে ভেজা। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। এ বিষয়ে ভুক্তভোগী নারীর পরিবার জানায়, ধর্ষণের চেষ্টা করায় জাহিদুলের বিশেষ অঙ্গ কেটে দিয়েছে ওই নারী।

জাহিদুলের পরিবারের সদস্যরা জানান, জাহিদুলের সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক ছিল। গত বৃহস্পতিবার দেখা করতে গেলে এ ঘটনা ঘটে। পরে রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচার করা হয় তার।

এখন শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS