ঢাকা | মে ২৪, ২০২৫ - ৬:৩৮ অপরাহ্ন

বাংলাদেশে ফেরত পাঠাতে ২৩৬৯ জনের তালিকা করেছে ভারত

  • আপডেট: Saturday, May 24, 2025 - 9:44 am

সোনালী ডেস্ক: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, তার দেশ দুই হাজার ৩৬৯ বাংলাদেশিকে ফেরত পাঠাতে প্রস্তুত।

গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। ডিএনএ ইন্ডিয়া ও হিনুস্তান টাইমস সূত্রে এসব জানা গেছে। জানা যায়, গত বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে জয়সোয়াল জানান, ভারত বাংলাদেশকে অনুরোধ করেছে, যেন ভারতে থাকা অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করে দ্রুত ফেরত নেওয়ার ব্যবস্থা করা যায়। তিনি বলেন, যারা ভারতে অবৈধভাবে অবস্থান করছেন তারা বাংলাদেশি হোক বা অন্য কোনো দেশের তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

মুখপাত্র বলেন, ভারতে অনেক বাংলাদেশি নাগরিক রয়েছেন, যাদের ফেরত পাঠানো প্রয়োজন। আমরা বাংলাদেশ সরকারকে তাদের জাতীয়তা যাচাইয়ের অনুরোধ করেছি।

তিনি বলেন, আমাদের কাছে দুই হাজার ৩৬৯ জনের বেশি ব্যক্তির একটি তালিকা রয়েছে, যাদের ফেরত পাঠানো হবে। তাদের মধ্যে অনেকেই কারাভোগ শেষ করেছেন। অনেক ক্ষেত্রে জাতীয়তা যাচাই ২০২০ সাল থেকে ঝুলে আছে। চলতি মাসের শুরুর দিকে আসামের দক্ষিণ সালমারা জেলায় অন্তত পাঁচজন বাংলাদেশি নাগরিককে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী পরে তাদের দেশে ফেরত পাঠায়।

Hi-performance fast WordPress hosting by FireVPS