ঢাকা | জুলাই ১৫, ২০২৫ - ২:৫৬ অপরাহ্ন

শিরোনাম

ট্রেনে কাটা পড়ে কিশোর হকারের মৃত্যু

  • আপডেট: Saturday, May 24, 2025 - 12:16 am
dead

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে রাহিম (১৪) নামের এক কিশোর হকার নিহত হয়েছে। শুক্রবার বেলা সোয়া ২টার দিকে উল্লাপাড়া রেলস্টেশন-সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রাহিম সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়নালের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাহিম পুনর্বাসনকেন্দ্রে অবস্থান করে সায়দাবাদ রেলওয়ে স্টেশনে চানাচুর ও বাদাম বিক্রি করে অর্থ রোজগার করত। স্টেশনটি বর্তমানে বন্ধ থাকায় রাহিম কড্ডা থেকে উল্লাপাড়ার দিকে যাতায়াত করত।

দুপুরে ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত হয় সে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ রেলওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, দুর্ঘটনার পর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।