ঢাকা | মে ২৪, ২০২৫ - ১১:৩১ পূর্বাহ্ন

জেলেদের মুখে খুশির ঝিলিক: তানোরে বৃষ্টিতে যৌবনে ফিরছে বিলকুমারী

  • আপডেট: Saturday, May 24, 2025 - 12:30 am

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে কয়েক দিনের বৃষ্টিতে যৌবনে ফিরতে শুরু করেছে বিলকুমারী বিল। ফলে বিল পাড়ের জেলেদের মুখে ফুটে উঠেছে খুশির ঝিলিক।

সম্প্রতি প্রচণ্ড রোদে শুকিয়ে যায় বিল কুমারী বিলের তলা। ফলে, মানবেতর জীবনযাপনের মুখে পড়েছিলো জেলে পরিবারগুলো। গত কয়েকদিনের বৃষ্টিতে বিল কুমারী বিল এখন পানিতে থৈয় থৈয় করছে। ফিরতে শুরু করেছে নিজ যৌবনে।

তানোর উপজেলা বিলকুমারী বিলের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কয়েকদিনের ভারি বৃষ্টি হওয়ায় বিল কুমারী বিলে ভোরে গেছে। জেলে পরিবারগুলোর মুখে ফুটে উঠেছে খুশির ঝিলিক।

জেলেরা বলছেন, গত প্রায় ১ মাস বিলে কোন পানি ছিলো না। বিলে মাছও পাওয়া যাচ্ছিলোনা। ফলে, মানবেতর জীবন-যাপন করতে হয়েছে তাদের। গত কয়েকদিন ভারি বৃষ্টি হওয়ায় বিল কুমারী বিল পানিতে ভোরে গেছে। বিল কুমারী বিলে পানিতে ভোরে উঠায় এখন আবার মাছ ধরতে শুরু করেছে জেলেরা।

মৎস্য জীবিদের সাথে কথা বলে জানা গেছে, তানোর বিল কুমারী বিলের ধারের গ্রাম কুঠিপাড়া, গোল্লাপাড়া জেলে পাড়া, গোকুলসহ বেশ কয়েকটি পাড়ার কয়েক হাজার পরিবার সারা বছর এই বিল কুমারী বিলে মাছ ধরে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।

অন্যবছর গুলোতে বিল শুকিয়ে গেলেও তলায় জমে থাকা পানিতেই মাছ পাওয়া যেত।  কিন্তু এ বছর দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে তানোর বিল কুমারী বিলের তলাও শুকিয়ে গিয়েছিলো। দীর্ঘ কয়েক বছর পর বিল কুমারী বিলের তলাও শুকিয়ে যাওয়ার চরম বিপাকে পড়ে মানবেতর জীবনযাপনের মুখে পড়েছিলো মৎস্যজীবী পরিবারগুলো।

গত কয়েকদিন দিনের ভারি বৃষ্টিতে বিল কুমারী বিলে পানি জমে ভোরে গেছে। ফলে বিল কুমারী বিলে মাছ ধরে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহের কাজে পিরেছেন মৎস্যজীবীরা।

Hi-performance fast WordPress hosting by FireVPS