ঢাকা | মে ২৫, ২০২৫ - ৩:৫৩ পূর্বাহ্ন

এইচএসসিতে নকল ঠেকাতে মোট ৩৩টি নির্দেশনা

  • আপডেট: Saturday, May 24, 2025 - 8:31 pm

অনলাইন ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ২৬ জুন। এ পরীক্ষায় সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে শেষ করার জন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি একগুচ্ছ নির্দেশনা জারি করা হয়েছে।

শনিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে মোট ৩৩টি নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনাগুলোর মধ্যে অন্যতম হলো— পরীক্ষার সময়সীমা, প্রশ্নপত্র সংগ্রহ ও বিতরণ, প্রশ্নফাঁস ও নকল ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ, শিক্ষার্থীদের আসনবিন্যাস, কক্ষ পরিদর্শকের হার, পরীক্ষার দিনে সংশ্লিষ্ট কেন্দ্রে ক্লাস বন্ধ রাখা এবং স্থানীয় বিদ্যুৎ অফিসে পরীক্ষার দিনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে চিঠি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের দেওয়া ৩৩টি পূর্ণাঙ্গ নির্দেশনা দেখতে এখানে ক্লিক করুন

Hi-performance fast WordPress hosting by FireVPS