ঢাকা | মে ২৫, ২০২৫ - ৩:৩৩ পূর্বাহ্ন

শিক্ষাকে বাণিজ্যমুক্ত করতে যুবকের দেড় কোটি টাকা ‘স্যাটে’ বিনিয়োগ

  • আপডেট: Saturday, May 24, 2025 - 10:55 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ শিক্ষাভিক্তিক প্লাটফর্ম স্যাট অ্যাকাডেমি। এই একাডেমির বিস্তৃতি সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। এর শিক্ষার্থী সংখ্যা প্রায় কোটি ছাড়িয়ে গেছে জানিয়েছেন আয়োজকরা। তাদের এই কার্যক্রমের পরিচিতি ও স্যাট অ্যাকাডেমি সম্পর্কে সাংবাদিকদের জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শনিবার নগরীর একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  ‘শিক্ষা হবে উন্মুক্ত, হবে বাণিজ্যমুক্ত’ এই স্লোগান নিয়ে পথ চলা স্যাট অ্যাকাডেমির মূলতথ্য, উপাত্ত ও একক সংগ্রামের ইতিহাস তুলে ধরেন স্যাট অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা আজিজুর রহমান আজিজ।

তিনি শুধু স্বপ্ন দেখান না- তার বাস্তব রূপরেখাও আঁকেন। আজিজুর রহমান বলেন, ১৪ বছরের আয়, মেধা, আরাম-আয়েশ সবকিছুই স্যাটে বিনিয়োগ করেছি। ‘শিক্ষা হবে উন্মুক্ত, হবে বাণিজ্যমুক্ত’ শুধু এই একটি স্লোগান যেন বাস্তবায়ন হয়। তিনি বলেন, স্যাট অ্যাকাডেমি এখন আর কেবল একটি অ্যাপ নয়, এটি একটি আত্মা, একটি চলমান বিপ্লব।

এর মাধ্যমে ইতিমধ্যে ১০ মিলিয়নের বেশি শিক্ষার্থীকে স্পর্শ করা হয়েছে। লক্ষ্য ২০৩০ সালের মধ্যে দেশের ৬৪টি জেলায় অফলাইন সাপোর্ট সেন্টার গড়ে তোলা। ২০১৫ সালে যাত্রা শুরু করা স্পিরিট অব এডভান্সমেন্ট থ্রট ট্রুথ অ্যান্ড ট্রানস্ফরমেশন (স্যাট) একটি ওয়ান-স্টপ অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। এখানে একাডেমিক, ভর্তি, চাকরি প্রস্তুতি ও স্কিল ডেভেলপমেন্ট সবকিছুই একসঙ্গে পাওয়া যায়।

স্যাট অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা জানান, বর্তমানে প্ল্যাটফর্মটিতে রয়েছে ২০ লাখ প্রশ্ন, কোটিরও বেশি শিক্ষার্থী, ১০ হাজার মডেল টেস্ট, এক লক্ষ একাডেমিক কনটেন্ট, ই-কসশান বিলডার অ্যান্ড এক্সাম জেনারেটর, এ্যানরোইড ও ওয়েভ দুই প্লাটফর্মেই সক্রিয়।

আজিজুর রহমান বলেন, প্রতিটি শিক্ষার্থীকে বিনা খরচে ক্যারিয়ার সহায়ক রোডম্যাপ, গ্রামীণ শিক্ষার্থীদের জন্য অফলাইন টেস্ট সেন্টার, প্রযুক্তির মাধ্যমে স্বশিক্ষিত, নেতৃত্বদানে সক্ষম নতুন প্রজন্ম গড়ে তোলা হবে।

রাষ্ট্র পাশে দাঁড়ালে স্যাটের প্রতিটি ফিচার আবারও শতভাগ ফ্রি করে দেয়া হবে। তিনি বলেন, এই স্যাট শুধু একটি ওয়েব কিংবা অ্যাপ নয়, এটি একটি চেতনা। আমরা শুধু শিক্ষাই না, একটি চরিত্র গঠনেও ভূমিকা রাখতে চাই। টাকার পেছনে নয়, জ্ঞানের পেছনে দৌড়াও- সারা দুনিয়া তোমার পেছনে দৌড়াবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন একাডেমির জুনিয়ার স্যাটিয়ান রেজওয়ান সিদ্দিক তানিম, ম্যানেজার নাজ্জার হোসেন রাজু, শিক্ষক মারুফ হোসেন, কনটেন্ট টিম লিডার ইফতেকার রহমান ধ্রুব এবং শিক্ষক ও ট্রেইনার মেহেরুন্নেসা মিম প্রমুখ।

Hi-performance fast WordPress hosting by FireVPS