লালপুরে যৌথ বাহিনীর অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে কৌশলে নিজেদের পাট খেতে গাঁজার চাষ করেও রক্ষা হয়নি মাদক ব্যবসায়ী বশির উদ্দিন ও চম্পা বেগম ওরফে রঙ্গিলা নামে এক দম্পতির। যৌথ বাহিনীর বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছে মাদক ব্যবসায়ী রঙ্গিলা।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়বড়িয়া গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বশির উদ্দিনের স্ত্রী চম্পা বেগমকে ওরফে রঙ্গিলা (৪০) আটক করা হয়। তবে তার স্বামী বশির উদ্দিন পলাতক রয়েছেন।
অভিযানকালে চম্পা বেগমের বাড়ি থেকে ৫শ গ্রাম শুকনো গাঁজা এবং বাড়ির পেছনের পাট খেত থেকে ৩টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দম্পতির বিরুদ্ধে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মমিনুজ্জামান জানান, আটক নারী ও তার স্বামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
চম্পা বেগম ও রঙ্গিলাকে গ্রেপ্তার করে গতকাল শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। তার পলাতক স্বামী বশির উদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।