ঢাকা | মে ২৫, ২০২৫ - ৪:৪৫ পূর্বাহ্ন

রাজশাহী পশ্চিমাঞ্চল মুক্তিযোদ্ধা সমবায় সমিতির সাধারণ সভা

  • আপডেট: Saturday, May 24, 2025 - 11:30 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী পশ্চিমাঞ্চল মুক্তিযোদ্ধা সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ও লভ্যাংশ বিতরণ করা হয়েছে।

শনিবার পবার কাশিয়াডাঙায় সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত সভায় লভ্যাংশ বিতরণ করা হয়। সংগঠনের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী পশ্চিমাঞ্চল মুক্তিযোদ্ধা সমবায় সমিতি লিমিটেডের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল আজীজ।

বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এম কামরুজ্জামান। স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদিকুজ্জামান কাজল।

বক্তব্য রাখেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, সমিতির কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আওরঙ্গজেব।

উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আনারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ। সভাশেষে ১৫৪ জন সদস্য বীর মুক্তিযোদ্ধার প্রত্যেককে তিন হাজার টাকা করে লভ্যাংশ প্রদান করা হয়।

Hi-performance fast WordPress hosting by FireVPS