ঢাকা | মে ২৫, ২০২৫ - ৬:০১ পূর্বাহ্ন

রাজশাহী জজশীপ ও ম্যাজিস্ট্রেসীর Helpline এ নতুন ফোন নম্বর

  • আপডেট: Saturday, May 24, 2025 - 11:42 pm

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী জজশীপ ও ম্যাজিস্ট্রেসীর ঐবষঢ়ষরহব এ নতুন মোবাইল ফোন নম্বর সংযোজিত করা হয়েছে। গত ২২ মে দুপুরে নির্ধারিত এই Helpline এ ০১৩৩৫-১৪৫০২৮ নম্বর সম্বলিত মোবাইল ফোন নম্বরটি সংযোজিত করা হয়।

প্রধান বিচারপতির অভিপ্রায় অনুসারে সুপ্রীম কোর্টের দ্বারা অনুপ্রাণিত হয়ে রাজশাহীর সিনিয়র জেলা ও দায়রা জজ গোলক চন্দ্র বিশ্বাস জনগণের দ্রুত ও মানসম্মত বিচার সেবা, তথ্য প্রাপ্তি ও বিচারে সহজ অভিগম্যতা (access) প্রদানের লক্ষ্যে চলতি বছরের গত ১০ ফেব্রুয়ারি ০১৭২৭-৭৪৭২৭১ মোবাইল নম্বর সম্বলিত Helpline চালু করেন।

তার এই উদ্যোগ প্রধান বিচারপতিসহ সংশ্লিষ্ট সকলের ভূয়সী প্রশংসা অর্জন করে এবং তা একটি কার্যকর পদ্ধতি হিসেবে স্বীকৃতি লাভ করে।

জানা যায়, এই উদ্যোগের মাধ্যমে বিচারপ্রার্থী জনগণ ও বিচার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ দেশ-বিদেশ যেখানেই অবস্থান করুন না কেন, সেখান থেকে Helpline এর মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে বিচার ও বিচার প্রশাসন সংক্রান্ত যেকোন সমস্যার সমাধান ও তথ্য পেতে সক্ষম হচ্ছেন।

উদ্যোগটিকে আরও গতিশীল ও অধিকতর কার্যকর করার লক্ষ্যে গত ২১ মে প্রধান বিচারপতি কর্তৃক সীমসহ সরবরাহকৃত একটি মোবাইল পাওয়ার পর গত ২২ মে দুপুরে রাজশাহীর জেলা ও দায়রা জজ গোলক চন্দ্র বিশ্বাসের উদ্যোগে নির্ধারিত Helpline এ ০১৩৩৫-১৪৫০২৮ নম্বর সম্বলিত আরও একটি মোবাইল ফোন নম্বর সংযোজিত করা হয়েছে।

এ বিষয়ে সিনিয়র জেলা ও দায়রা জজ দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, Helpline এ নতুন নম্বরটি সংযোজিত হওয়াতে রাজশাহীর বিচারপ্রার্থী জনগণসহ রাজশাহীতে বিচারাধীন মামলা-মোকদ্দমার সহিত জড়িত ব্যক্তিবর্গ অতি দ্রুত সময়ের মধ্যে তাদের প্রয়োজনীয় বিচার সেবা ও বিচার সংক্রান্ত তথ্য পেতে সক্ষম হবেন যা প্রধান বিচারপতির ১২ দফা নির্দেশনা বাস্তবায়নসহ Reformed Judiciary স্থাপনের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সক্ষম হবে।

তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সুচিন্তিত পরামর্শ ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS