ঢাকা | মে ২৫, ২০২৫ - ১:৪৮ পূর্বাহ্ন

মেরিল প্রথম আলো পুরস্কার, তারকাময় সন্ধ্যায় বিনোদনের রঙিন উৎসব

  • আপডেট: Saturday, May 24, 2025 - 10:37 pm

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত শুক্রবার অনুষ্ঠিত হলো দেশের বিনোদন অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪’। ২৬তম এই আসরটি ছিল এক বর্ণাঢ্য সন্ধ্যা, যেখানে তারকাদের মিলনমেলা, শিল্পচর্চার উদ্যাপন এবং গুণীজনদের সম্মাননা এক অনন্য মাত্রা পেয়েছে।

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকীতে এই আয়োজন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মেরিল বাংলাদেশের একটি বিশ্বস্ত ব্র্যান্ড।

মেরিল মানেই কেয়ার, মেরিল মানেই যত্ন। এই যত্ন থেকেই জনপ্রিয় জাতীয় দৈনিক ‘প্রথম আলো’-র সঙ্গে যৌথভাবে প্রতি বছর এই আয়োজনের মাধ্যমে মেরিল সম্মান জানায় চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীত অঙ্গনের গুণী শিল্পীদের। ২০২৪ সালে যাঁরা তাঁদের সৃজনশীলতা দিয়ে দর্শকের হৃদয় জয় করেছেন, তাঁদের হাতে তুলে দেয়া হয় সম্মাননা।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাঈদ।

তিনি বলেন, মেরিল-প্রথম আলো পুরস্কার শুধুমাত্র একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান নয়, বরং এটি আমাদের সংস্কৃতি এবং গুণী শিল্পীদের প্রতি শ্রদ্ধা জানাবার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ।

দেশের শিল্প ও বিনোদন অঙ্গনের বিকাশে মেরিল ও প্রথম আলোর এই যৌথ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি।

অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন আফরান নিশো ও তাসনিয়া ফারিন, যাঁদের প্রাণবন্ত ও চিত্তাকর্ষক সঞ্চালনায় দর্শকরা ছিলেন আনন্দিত ও উচ্ছ্বসিত।

এ বছর সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন শাকিব খান, সেরা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং সেরা উদীয়মান অভিনেতার সম্মান অর্জন করেন ফররুখ আহমেদ রেহান।

Hi-performance fast WordPress hosting by FireVPS