বিএমডিএ’র পবা জোনের প্রশিক্ষণ উদ্বোধন

স্টাফ রিপোর্টার: পবা উপজেলায় পার্টনার প্রকল্পের আওতায় কৃষক, গভীর নলকূপ অপারেটর ও ডিলারদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা বিআরডিবির হলরুমে বিএমডিএ’র পবা জোনের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। এই প্রশিক্ষণ কর্মশালাটি ২৬ মে শেষ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)- এর পবা জোনের সহকারী প্রকৌশলী জামিনুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন এমডিএ’র প্রধান কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রকৌশলী শমসের আলী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বিএমডিএ’র পবা জোনের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল বাকি।