বাঘায় ব্র্যাক শিখা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় নারীদের প্রতি সহিংসতা প্রতিতরোধে কাজ করবে শিখা প্রকল্প। যা জেন্ডারভিত্তিক সহিংসতা, হয়রানির প্রতিরোধ এবং প্রতিক্রিয়া জোরদার করে ব্যক্তিগত ও জনপরিসরে নারীর জন্য নিরাপদ পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করবে।
শনিবার সকাল ১১টায় বাঘা উপজেলা ইসলামিক ফাউন্ডেশন সম্মেলন কক্ষে আয়োজিত শিখা প্রকল্পের অবহিতকরণ মিটিংয়ে এসব কথা জানানো হয়েছে।
প্রকল্প কর্মকর্তা সাবির হোসেনের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাবিহা সুলতানা ডলি এর সভাপতিত্বে প্রকল্পের পক্ষ থেকে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অ ফ ম হাসান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মাহামুদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, সমাজসেবা কর্মকর্তা খন্দকার মাসুদ রানা, যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার মনিরুল ইসলাম, জন স্বাস্থ্য প্রকোশলী আব্দুল মমিন, বাঘা থানা (ওসি) অ.ফ.ম. আসাদ্দুজ্জামান আসাদ প্রমুখ। সুশীল সমাজ প্রতিনিধি, বিভিন্ন স্কুল প্রধান শিক্ষক, কলেজ অধ্যক্ষবৃন্দ ও কমিউনিটি ভলেন্টিয়ার প্রমুখ।