বাঘায় গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলায় আঞ্চলিক তথ্য অফিস, রাজশাহীর আয়োজনে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক গণমাধ্যম কর্মীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় উপজেলার মডেল মসজিদ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় উপ-প্রধান তথ্য অফিসার তৌহিদুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বাঘা প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা, সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান, বাঘা মডেল প্রেসক্লাব সভাপতি শাহানুর আলম বাবু, বাঘা প্রেসক্লাব আহ্বায়ক কমিটির সদস্য গোলাম তোফাজ্জল কবির মিলন। এ সভায় উপজেলার অন্যান্য প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।