ঢাকা | মে ২৫, ২০২৫ - ৩:৫৫ পূর্বাহ্ন

বাগমারায় সড়ক দুর্ঘটনায় দুর্গাপুরের গরু ব্যবসায়ী নিহত

  • আপডেট: Saturday, May 24, 2025 - 10:46 pm

দুর্গাপুর প্রতিনিধি:  রাজশাহীর দুর্গাপুর থেকে কোরবানির গরু বিক্রির উদ্দেশে যাওয়ার পথে বাগমারায় গরু পরিবহন করা ভটভটি গাড়ি উলটে সাজেদুল ইসলাম (৩২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার সকালে বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার বাছিয়াপাড়া বৃন্দাবনতলা গ্রামের কালিবাড়ী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সাজেদুল দুর্গাপুর উপজেলার গোপালপুর গ্রামের মোকছেদ আলীর ছেলে।

এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন একই গ্রামের সাইফুল ইসলাম (৩৪) ও বাগমারার কাজীপুর গ্রামের আব্দুল কুদ্দুস (৩২)।

নিহতের প্রতিবেশী দুর্গাপুরে গোপালপুর গ্রামের বাসিন্দা এরশাদ আলী জানান, তারা তিনজনই কোরবানির গরু বিক্রয়ের উদ্দেশে নিজ নিজ এলাকা থেকে একটি ভটভটি গাড়িতে করে বগুড়ার ধাপেরহাটের দিকে যাচ্ছিলেন।

পথে বাগমারা উপজেলার কালিবাড়ি মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইটভাঙা টলি গাড়িকে পাশ দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে ভটভটি গাড়িটি উলটে যায়। এসময় সাজেদুল ইসলাম গাড়ির নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা উদ্ধার করে তাহেরপুর রয়েল ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম মোবাইল ফোনে জানান, সড়ক দুর্ঘটনার পর ভটভটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

নিহত যুবকের বাড়ি দুর্গাপুরে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য বলা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS