ঢাকা | মে ২৫, ২০২৫ - ২:৫৪ পূর্বাহ্ন

পবায় দিনব্যাপী কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা

  • আপডেট: Saturday, May 24, 2025 - 11:27 pm

স্টাফ রিপোর্টার: পবা উপজেলায় পার্টনার প্রকল্পের আওতায় কৃষকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ ও পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার আমিরুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার আব্দুল লতিফ। অনুষ্ঠানে কৃষক-কৃষাণী ও অতিথিদের উদ্দেশে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এমএ মান্নান।

সভায় বক্তারা বলেন- কৃষকদের উন্নত প্রযুক্তি ও পরিবেশ বান্ধব নিরাপদ ফসল উৎপাদন বিষয়ে গুরুত্বারোপ ও জ্ঞানভিত্তিক চাষাবাদে উদ্বুদ্ধ করতে ইতিমধ্যে পার্টনার প্রকল্পের আয়োজন করা হয়েছে।

এরই অংশ হিসেবে কৃষকদের মাঝে উত্তম কৃষি চর্চা, ফল ও সবজি উৎপাদনে মানদণ্ড নির্ধারণ ও বাস্তবায়ন, উচ্চ ফলনশীল ধানের জাত উন্নয়ন এবং কৃষি উদ্যোক্তা তৈরির বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এই প্রশিক্ষণ গ্রহণ করে কৃষকরা উপকৃত হবেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS