ছেলেদের ওপর যৌন শোষণ প্রতিরোধে কমিউনিটি সংলাপ

স্টাফ রিপোর্টার: শনিবার মোহনপুর উপজেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক জোট ফ্যামিলি ফর এভরি চাইল্ড এর সহযোগিতায় উন্নয়ন সংগঠন অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি ব্লু আমব্রেলা দিবস পালন উপলক্ষে ছেলেদের ওপর যৌন সহিংসতা প্রতিরোধ, অধিকার রক্ষা এবং নিরাপদ ভবিষ্যত বিনির্মাণে কমিউনিটি সংলাপের আয়োজন করা হয়।
কমিউনিটি সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা। এসময় অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা যুব উন্নয়ন অফিসার সঈদ আলী রেজা বক্তব্য রাখেন।
প্রধান অতিথি ছেলেদের ওপর যৌন শোষণ রোধে পরিবারসহ সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। সকলের সমন্বিত উদ্যোগেই একটি শোষণমুক্ত সমাজ বিনির্মাণ করা সম্ভব বলেও অভিমত ব্যক্ত করেন। সুব্রত পালের সঞ্চালনায় এসিডি’র পিয়ার লিডারবৃন্দ মূল আলোচনায় বিভিন্ন সেশন পরিচালনা করেন। এসিডি প্রোগ্রাম ম্যানেজার মনিরুল ইসলাম পায়েল অনুষ্ঠানে আগত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
২০২৫ বছরের জন্য প্রচারাভিযানের মূল বার্তার মধ্যে অন্যতম হলো, ছেলেরাও যৌন সহিংসতা বা নির্যাতনের শিকার হতে পারেন, যৌন সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষায় অনলাইন ও অফলাইনে ভূমিকা রাখতে এবং ছেলেদের যৌন সহিংসতা থেকে রক্ষা করতে সেবা ও সহয়তার হাত প্রসারিত করা প্রয়োজন।