রাজশাহী হার্ট ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে অতিরিক্ত সচিব

স্টাফ রিপোর্টার: রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্স ইন্সটিটিউট পরিদর্শন করলেন বাংলাদেশ সরকারের সামজসেবা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল (বাজেট অ্যান্ড ম্যানেজমেন্ট)। তিনি শুক্রবার দুপুর ২টায় পরিদর্শনে আসেন।
এ সময়ে প্রতিটি ফ্লোরের যান এবং চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন ও রোগীদের সাথে কথা বলেন। সে সময়ে তিনি অত্র ফাউন্ডেশনের ডাক্তার এবং কার্যনির্বাহী বোর্ডের সদস্যদের সাথে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন।
এরপর হলরুমে ফাউন্ডেশনের পক্ষ থেকে কার্যক্রমের অগ্রগতি এবং উদ্বোধনের পর থেকে কি কি কাজ করেছেন সে বিষয়ে পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্স ইন্সটিটিউট এর কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি প্রফেসর ডাক্তার রইস উদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহসমান খোকন, কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন (সেলিম), সাংঠনিক সম্পাদক আব্দুল গফুর, স্বাস্থ্যসেবা সম্পাদক ডাক্তার আবু হেনা মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক এ.কে.মাসুদ ও নির্বাহী সদস্য অধ্যাপক ডাক্তার লতিফুর রহমান (অপু)। এছাড়াও অত্র প্রতিষ্ঠানের অন্যান্য ডাক্তার, নার্স ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত সদস্যবৃন্দ হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম এং আগামীর পরিকল্পনা সমূহ তুলে ধরেন। সেই সাথে এই ফাউন্ডেশন আগামীতে যেন আরও বড় আকারে এবং আরও ভালভাবে চলতে পারে সেজন্য সহযোগিতা করার অনুরোধ জানান।