ঢাকা | মে ২৫, ২০২৫ - ১২:৫২ পূর্বাহ্ন

রাজশাহীতে পুলিশের গাড়ি থামিয়ে ছিনতাই, যুবক গ্রেপ্তার

  • আপডেট: Saturday, May 24, 2025 - 11:00 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে পুলিশের প্রাইভেটকার থামিয়ে মোবাইল ও টাকা ছিনতাইয়ের অভিযোগে জীবন ইসলাম (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর চন্দ্রিমা থানার ললিতাহার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর একটি দল।

জীবনের বাড়ি রাজশাহীর শাহমখদুম থানার খিরশিন টিকর বাগানপাড়া এলাকায়। তার বাবার নাম দিরাজ আলী। গতকাল শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জীবনকে শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমা মোস্তারিন জানান, গত ১৩ মে তার থানার সিটিহাট এলাকা দিয়ে প্রাইভেটকারে যাচ্ছিলেন মতিহার থানায় কর্মরত একজন পুলিশ সদস্য। গাড়িতে তার মামা, ভাগ্নে এবং মামাতো বোনও ছিলেন। সিটিহাট এলাকায় জীবনসহ কয়েকজন সিগন্যাল দিয়ে গাড়িটি থামান। এরপর গাড়িতে মেয়ে দেখে তাদের হেনস্থার চেষ্টা করেন।

ভুক্তভোগী পুলিশ সদস্য পরিচয় দিলে তারা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। গাড়িতে থাকা মেয়েটিকে শ্লীলতাহানি করা হয়। এরপর একটি মোবাইল ফোন ছিনিয়ে নেন তারা। এ সময় ৫০ হাজার টাকা চাঁদাও দাবি করা হয়।

পরে মানিব্যাগে থাকা দুই হাজার টাকা কেড়ে নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় শাহমখদুম থানায় ভুক্তভোগীদের পক্ষ থেকে একটি মামলা করা হয়।

ওসি জানান, মামলার পরই সজিব নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়। সজিবকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি এই জীবন ও রাকিব নামের দুইজনের নাম জানান। এরমধ্যে জীবনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, এই চক্রটির অতীত ইতিহাস খুব খারাপ। প্রত্যেকের নামেই বেশ কয়েকটি করে চাঁদাবাজি, ছিনতাই ও মারামারির মামলা আছে। পলাতক রাকিবকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

Hi-performance fast WordPress hosting by FireVPS