মোহনপুরে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার তুলশীক্ষত্র বাঁধ সংলগ্ন তিনতলা বিশিষ্ট জামে মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার তুলশীক্ষত্র জামে মসজিদের সভাপতি মাওলানা হোসাইন আহমোদ কাসেমীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জামে মসজিদের সহ-সভাপতি মতলেবুর রহমান, কাজী জালালুদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস, ষুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, কাশিয়ার আব্দুল কাদের, আব্দুল করিম, আসমাস, আহবায়ক সাহার আলী, বিশিষ্ট সমাজসেবক আব্দুল মালেক প্রমুখ। মসজিদের উন্নয়নসহ দেশ জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।