ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে নগরীতে গণজমায়েত আজ

স্টাফ রিপোর্টার: ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে গণজমায়েত কর্মসূচির ডাক দেয়া হয়েছে। সামাজিক সংগঠন ‘নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন- এর উদ্যোগে আজ শনিবার বিকাল ৪টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট বড় মসজিদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবীদের সমন্বয়ে গঠিত ৪৯তম ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে সংগঠনটি এ কর্মসূচি আয়োজন করেছে। গণজমায়েত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর রফিকুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং রাজশাহীর সাবেক সংসদ সদস্য ও মেয়র মিজানুর রহমান মিনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও ভাসানী ফাউন্ডেশনের রাবি শাখার সভাপতি ড. জি এম শফিউর রহমান।
কর্মসূচিতে আরও বক্তব্য রাখবেন- নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট এনামুল হক, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, বাসদ রাজশাহীর সমন্বয়ক আলফাজ আলী, গণসংহতি আন্দোলন রাজশাহীর আহ্বায়ক অ্যাডভোকেট মুরাদ মোরশেদ, গণঅধিকার পরিষদ রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, রাষ্ট্র সংস্কার আন্দোলন রাজশাহী জেলা শাখার সমন্বয়ক অ্যাডভোকেট আবুল হাসনাত বেগ, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ফরিদ মামুদ হাসান, রাজশাহী চেম্বার অব কমার্সের সহ-সভাপতি সুলতান মাহমুদ সুমন, রাজশাহী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জমশেদ আলী, নিরাপদ সড়ক চাই রাজশাহীর সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু, বরেন্দ্র উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থার ড. ইঞ্জিনিয়ার জাকির হোসেন খান।
কর্মসূচি থেকে তিন দফা দাবি উত্থাপন হবে বলে আয়োজক সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। দাবি তিনটি হলো- স্বৈরাচারের রেখে যাওয়া গঙ্গার পানি বণ্টনে অসম চুক্তি বাতিল ও প্রত্যাখ্যান করা, ১৯৯৭ সালের জাতিসংঘ পানি প্রবাহ সনদে অনুস্বাক্ষর করা এবং বাদ বাকি ৫২ নদীর পানি প্রবাহে সার্বিক চুক্তি করা।