ঢাকা | মে ২৪, ২০২৫ - ১১:১০ অপরাহ্ন

শিরোনাম

গুজবে কান না দেয়ার অনুরোধ সেনাবাহিনীর

  • আপডেট: Saturday, May 24, 2025 - 9:37 am

সোনালী ডেস্ক: জনগণকে গুজবে কান না দেয়ার অনুরোধ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল শুক্রবার দুপুরে ভেরিফায়েড ফেসবুক পেজে সচেতনতামূলক বিজ্ঞপ্তি দিয়ে লেখা এক পোস্টে এ আহ্বান জানানো হয়।

সেনাবাহিনী বলছে, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টা চলছে।

পোস্টে আরও লেখা হয়, গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন। ওই পোস্টের সঙ্গে ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির ছবিও জুড়ে দেয়া হয়।

Hi-performance fast WordPress hosting by FireVPS