ঢাকা | মে ২৩, ২০২৫ - ৩:৫১ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী এসওএস শিশুপল্লীতে স্কুল ড্রেসসহ শিক্ষা উপকরণ বিতরন

  • আপডেট: Friday, May 23, 2025 - 12:04 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী এসওএস শিশুপল্লীতে পরিবার শক্তিশালীকরণ কর্মসূচী প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেসসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে রাজশাহী এসওএস শিশুপল্লীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। এসওএস শিশুপল্লীর পরিচালক আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার মেহরীন তাবাসসুম তিথী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসওএস শিশুপল্লীর পরিবার শক্তিশালীকরণ

কর্মসূচী রাজশাহীর প্রকল্প ইনচার্জ বেলাল উদ্দিন মোল্লা। অনুষ্ঠানে জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। আমাদের সবারই দায়িত্ব তাদের সঠিক পথ দেখিয়ে সামনের পথচলা মসৃন করা।

আর এ কাজে এসওএস শিশুপল্লী অগ্রণী ভুমিকা পালন করছে। অনুষ্ঠানের শুরুরতেই প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষার্থী তাবাসসুম তাসলিমা। সম্মাননা স্মারক তুলে দেন শিক্ষার্থী ফারজানা আখতার। পরে উপস্থিত শিক্ষার্থীদের হাতে স্কুল

ড্রেস ও শিক্ষা উপকরন তুলে দেয়া হয়। পরিবার শক্তিশালীকরণ কর্মসূচী প্রকল্পের আওতায় রাজশাহী সদর, পবা ও গোদাগাড়ী উপজেলার ৮৮৫ শিক্ষার্থীর মাঝে পর্যায়ক্রম স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরন করা হবে।

এসওএস চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল একটি বে-সরকারি অরাজনৈতিক সামাজিক উন্নয়ন সংস্থা, যারা পিতা মাতার যত্ন হারিয়েছে বা পিতামাতার যত্ন হারানোর ঝুঁকিতে রয়েছে এমন শিশুদের সুরক্ষা এবং যত্ন নেওয়ার জন্য কাজ করে। বর্তমানে এসওএস পৃথিবীর ১৩৯টি দেশে কাজ করছে।

কমিউনিটি, পার্টনার এবং দেশের সাথে মিলে কাজ করে যেন সমস্ত শিশুর অধিকার পূরন নিশ্চিত হয়। পরিবার শক্তিশালীকরণ কর্মসূচী (ঋঝচ) এসওএস চিলড্রেন্স ভিলেজ প্রোগ্রামের একটি অবিচ্ছেদ্য অংশ। সমাজে এই সমস্থ দরিদ্র পরিবারে যে সকল শিশুরা বাল্য বিবাহ বা শিশু শ্রমের শিকার হত, তারা এই প্রোগ্রামে অন্তভূক্ত হওয়ার কারনে কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কেউ পলিটেক ইনস্টিটিউট, কেউ নার্সিং এ, কেউ আইএসটিতে, কেউ আবার ম্যাটস এ লেখা পড়া করছে। এদের মধ্য থেকে কেউ বাংলাদেশ সেনাবাহিনীতে, কেউ পুলিশে, কেউ ভিভিন্ন কোম্পানিতে ইনঞ্জিনিয়ার, কেউ নার্স এবং কেউ ল্যাব অ্যাসিসটেন্ট হিসাবে কাজ করছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS