ঢাকা | মে ২৪, ২০২৫ - ১:১৯ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র থেকে ফিরেই গ্রেফতার হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান

  • আপডেট: Friday, May 23, 2025 - 7:51 pm

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিমানবন্দরে গ্রেফতার হলেন মীরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন।

শুক্রবার (২৩ মে) ভোর ৫টায় যুক্তরাষ্ট্র থেকে স্ত্রীসহ তিনি হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। এরপর তাকে চট্টগ্রামের মীরসরাই থানায় করা একটি মামলায় গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ।

গ্রেফতার গিয়াস চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি। শুক্রবার দুপুরনাগাদ মীরসরাই থানার পুলিশ তাকে ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিল বলে জানা গেছে।

এ বিষয়ে গিয়াস উদ্দিনের স্ত্রী তাহমিনা গিয়াস জানান, দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকার পর তারা দেশে ফেরেন। বিমান থেকে নামার পর গিয়াস উদ্দিনকে গ্রেফতার করে মীরসরাই থানায় খবর দেয় ইমিগ্রেশন পুলিশ।

মীরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, বিমানবন্দর থেকে গিয়াস উদ্দিনকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। এখনো আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়নি। তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা আছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS