বাঘায় বিভিন্ন অপরাধে ১৩ জন আটক

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় বিভিন্ন অপরাধে গত বৃহস্পতিবার রাতে ১৩ জনকে আটক করেছে বাঘা থানা ও রাজশাহী ডিবি পুলিশ। আটককৃত আসামিদের শুক্রবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। থানা সূত্রে জানা যায়, বাঘা থানা পুলিশ বিশেষ অভিযানে ১২ জনকে আটক করে।
আটকৃতরা হলেন- উপজেলার ঝিনা গ্রামের ছমির উদ্দিনের ছেলে মহির (৫০), নাটোর জেলার বাগাতি পাড়া থানার বড়পাকা গ্রামের মৃত হারান কর্মকারের ছেলে সনাতন কর্মকার (৪৫), খাজের আলকর ছেলে হাবিবুর রহমান (২৯), রশিদ আলীর ছেলে ইদল (২০), জাহাঙ্গীর আলমের ছেলে ফিরোজ হোসেন (২০), আ: রহমানের ছেলে জিয়াউর রহমান (৩৫), দেলশার প্রামানিক ছেলে আশাদুল প্রামানিক (৩৬) ও বাঘা উপজেলার চকরপাড়া গ্রামের কোরবান আলীর ছেলে ইমন আলী (২০)।
এছাড়াও জিআর ওয়ারেন্ট মূলে ২ জন, ও চুরি মামলায় বাউসা (টাউরী) গ্রামের ইমদাদুল হকের ছেলে শিমুল ইসলাম কাজল (২১), মালিয়ানদহ গ্রামের মৃত রস্তম মালিথার ছেলে শাহাবুদ্দিন (৩৭) এবং রাজশাহী ডিবি পুলিশ অভিযানে বাঘা উপজেলার জোতকাদিরপুর গ্রামের আফছার আলীর ছেলে ইসলাম আলীকে (৩২) ৫০০ গ্রাম গাঁজা ও ২৫ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।