বাগমারায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন এক সন্তানের জননীর

বাগমারা প্রতিনিধি: বাগমারার আউচপাড়া ইউনিয়নের আচিনপুর গ্রামের কলেজ ছাত্র শামীম রেজার বাড়িতে জেসমিন আক্তার নামে এক সন্তানের জননী বিয়ের দাবিতে অনশন শুরু করেছে। শুক্রবার সন্ধ্যায় এই রিপোর্ট লিখা পর্যন্ত স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশের হস্তক্ষেপে বিষয়টি নিষ্পতির চেষ্টা চলছিল।
জানা গেছে, নরদাশ ইউনিয়নের বেনিপুর ফুলপুর গ্রামের জালাল উদ্দিনের মেয়ে জেসমিন আক্তার গতকাল শুক্রবার সকালে আচিনপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের কলেজ পড়ুয়া ছেলে শামীম রেজার বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে আমরণ অনশন শুরু করে। এর আগে আরও দুইবার ওই তরুণীর অন্যত্র বিয়ে হলেও তার সংসার টিকেনি।
তার চার বছর বয়সী একটি মেয়ে সন্তানও রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। থানার ওসি তৈহিদুল ইসলাম বলেন, বিষয়টি নিষ্পতির জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশ চেষ্টা করছে।