ঢাকা | মে ২৪, ২০২৫ - ৬:২৬ পূর্বাহ্ন

বাগমারায় ফেসবুক দেখতে না দেয়ায় শিশুর আত্মহত্যা

  • আপডেট: Friday, May 23, 2025 - 11:54 pm

বাগমারা প্রতিনিধি: বাগমারার যোগীপাড়া ইউনিয়নের ভাগনদী গ্রামে আসলাম হোসেন নামে দশ বছরে এক শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে আকবর আলীর একমাত্র ছেলে আসলাম হোসেন তার মায়ের মোবাইল ফোন নিয়ে ফেসবুক দেখছিল। এসময় তার মা মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে একটি চড় দেন। এতে   সে অভিমান করে ঘরের মধ্যে দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

থানার ওসি তৈহিদুল ইসলাম জানান, ওই শিশু কি কারণে আত্মহত্যা করেছে তা তাৎক্ষণিকভাবে যানা যায়নি। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় লাশ দাফনের অনুমোতি দেয়া হয়েছে।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি ইউডি মামলা করা হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS