ঢাকা | মে ২৪, ২০২৫ - ৬:০৫ পূর্বাহ্ন

আত্রাইয়ে আ’লীগের ২ নেতা গ্রেপ্তার

  • আপডেট: Friday, May 23, 2025 - 11:43 pm

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার সকালে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের গতকাল শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাবুদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভর- তেতুলিয়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়।

এসময় ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে শিপন প্রামানিককে (৪২) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শিপন ভোঁপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। একইসময় একই গ্রামের আফজাল খানের ছেলে মানিক খানকেও (৪২) গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেফতার মানিক খান ভোঁপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতরা আত্রাই থানায় দায়েরকৃত নাশকতা মামলার তদন্তপ্রাপ্ত আসামি। তাদেরকে গতকাল শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

 

Hi-performance fast WordPress hosting by FireVPS