ঢাকা | মে ২২, ২০২৫ - ৩:৩২ অপরাহ্ন

শিরোনাম

সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা অনুমোদন

  • আপডেট: Thursday, May 22, 2025 - 1:26 am

সোনালী ডেস্ক: রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালার খসড়া কিছু সংশোধনীসহ নীতিগত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনের পঞ্চম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ কথা জানান।

‎তিনি বলেন, ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ও ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালার খসড়ার বিষয়ে বৈঠক করেছি।

দুটো বিষয়ে বিশদভাবে আলোচনা হয়েছে। এই সকল খসড়ার কিছু সংশোধনীসহ নীতিগতভাবে অনুমোদন দেয়া হয়েছে।’

‎নির্বাচন কমিশনার বলেন, ‘এগুলো চূড়ান্ত করার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। সংশ্লিষ্ট কমিটি এসব নিয়ে কাজ করে কমিশনের কাছে উপস্থাপন করবে।

তবে সংস্কার কমিশনের সুপারিশ ও অপরাপর সংশোধনীর বিষয়ও রয়েছে।’ তিনি বলেন, ইসির তত্ত্বাবধানে নির্বাচনী প্রচারণা, সোশ্যাল মিডিয়া, দল ও প্রার্থীর প্রত্যয়নসহ নানা ধরনের নতুন বিষয় যুক্ত রয়েছে প্রস্তাবিত আচরণবিধিতে।

বিদ্যমান ভোটকেন্দ্র নীতিমালায় নির্বাচন কমিশন ভোটকেন্দ্র নির্ধারণের ক্ষেত্রে ডিসি ও এসপিদের সমন্বয়ে একটি জেলা কমিটি গঠন করে। এ কমিটির মাধ্যমেই ভোট কেন্দ্রের স্থান নির্ধারণ ও পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হতো। তবে এই কমিটিগুলোর নিরপেক্ষতা ও রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন রয়েছে। নতুন নীতিমালায় সেই কাঠামো বাতিল করা হচ্ছে।

সভার আলোচনার বিষয়ে ইসি সানাউল্লাহ বলেন, ‘উল্লেখযোগ্য সংশোধনের মধ্যে- জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালায় যে কমিটি ছিল আমরা তা বিলুপ্ত করেছি। এটা কমিশনের অধীনে আনা হয়েছে।

দ্বিতীয়ত ইভিএম সংশ্লিষ্ট বিষয়গুলো বাতিল করেছি। যেহেতু ইভিএম নেই।’ এর আগে সকাল থেকে সিইসির সভাকক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫;  সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ নিয়ে ইসির বৈঠকে অনুষ্ঠিত হয়।

Hi-performance fast WordPress hosting by FireVPS