দুর্গাপুরে সুজনের অনুমোদিত কমিটির পরিচিত ও মতবিনিময় সভা

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে সুশাসনের জন্য নাগরিক (সুজন) অনুমোদিত উপজেলা শাখা কমিটির পরিচিত ও মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত ১৯ মে নুরুল ইসলামকে সভাপতি ও নাজমুল হোসাইনকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট সুশাসনের জন্য নাগরিক (সুজন) দুর্গাপুর উপজেলা শাখা কমিটির অনুমোদন দেয় রাজশাহী জেলা কমিটি।
বৃহস্পতিবার দুর্গাপুর মেরিন ফ্লাওয়ার মিল সম্মেলন কক্ষে সুশাসনের জন্য নাগরিক (সুজন) উপজেলা অনুমোদিত কমিটির পরিচিত ও মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) দুর্গাপুর উপজেলার শাখার সভাপতি নুরুল ইসলাম।
সভায় সাধারণ সম্পাদক নাজমুল হোসাইনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) দুর্গাপুর উপজেলার শাখার সহ-সভাপতি আনোয়ার হোসেন, যুগ্না সাধারণ সম্পাদক রুহুল হাসান পলাশ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন, সদস্য মাহফুজা খাতুন মিলি, লতিফা খাতুন, আনিসুর রহমান, মামুনুর রশিদ, আজের আলী, খাদিজাতুল কোবরা, রাবিকুল ইসলাম প্রমুখ।
পরিচিতি ও মতবিনিময় সভা শেষে সুশাসনের জন্য নাগরিক (সুজন) দুর্গাপুর উপজেলার শাখা পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করে তাকে ফুলেল শুভেচ্ছা জানান কমিটির নেতৃবৃন্দ ও সদস্যেরা।
এসময় ইউএনও সাবরিনা শারমিন বলেন, দেশ পরিটালনায় ভুলক্রুটি তুলে ধরে গঠণ মূলক পরামর্শ দেওয়ায়ই হচ্ছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) কাজ। নতুন কমিটি অভিবাদন জানিয়ে ইউএনও আরও বলেন, আমরা চাইবে সবসময় দেশসেবায় আমাদের পাশে থেকে আপনারা গঠণমূল পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন।