ঢাকা | মে ২৩, ২০২৫ - ৪:৪০ পূর্বাহ্ন

শিরোনাম

তানোরে বিদ্যালয়ের অফিস কক্ষে রহস্যজনক আগুন

  • আপডেট: Thursday, May 22, 2025 - 11:29 pm

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে লালপুর উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে রহস্যজনক আগুন লাগানোর ঘটনা ঘটেছে। তবে, ওই আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও পুড়ে গেছে একটি টেবিল, চেয়ার ও প্লাল্টিকের কয়েকটি মোড়া ও দেয়াল ঘড়ি।

এ ঘটনায় লালপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফুল ইসলাম বাদি হয়ে কারো নাম উল্লেখ না করে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে বিদ্যালয়ের আয়া মেনুকা বেগম বিদ্যালয়ে এসে অফিস কক্ষের জানালার ফাঁক দিয়ে আগুন দেখতে পায়।

এসময় চিৎকার ও চেচামেচিতে স্থানীয়রা এসে আগুন নেভায়। বিদ্যালয়ে নৈশপ্রহরী হাকিম বাবু বলেন, আমি ফজরের আযানের পর বাড়ি চলে যাই, পরে শুনি বিদ্যালয়ের অফিস কক্ষে আগুন লাগার ঘটনা ঘটেছে।

এর বেশি কিছু জানেন না বলেও জানান তিনি। তানোর লালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম বলেন, কে বা কারা কি কারনে আগুন দিযেছে, তা নিশ্চিত করে কেউই বলতে পারছে না।

তিনি বলেন, এই আগুন লাগানোর ঘটনাটি নিয়ে থানায় অভিযোগ করেছি, পুলিশ এসে পরিদর্শন করেছেন। আশা করছি এই আগুনের রহস্য উদঘাটন হবে।

তানোর থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন বলেন, বিদ্যালয়ে আগুন লাগানোর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। প্রধান শিক্ষকের অভিযোগটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে রহস্য উদঘাটন করে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS