ঢাকা | মে ২৩, ২০২৫ - ৩:১১ পূর্বাহ্ন

শিরোনাম

শিবগঞ্জ পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ

  • আপডেট: Thursday, May 22, 2025 - 11:22 pm

শিবগঞ্জ (চাঁপাই) প্রতিনিধি: আসন্ন ঈদুল-আজহা উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় অসহায় ও হতদরিদ্র ৪ হাজার ৬২১ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে শিবগঞ্জ পৌর ভবন চত্বরে এই ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী।

জানা যায়, এবার ঈদে পৌরসভার ৯টি ওয়ার্ডে দুস্থ পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেয়া হচ্ছে। ৪৬ দশমিক ২১ মেট্রিক টন চাল বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শেষ হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী আল-বশরী সোহান প্রমুখ।

এই চাল পেয়ে চকদৌলতপুর এলাকার বিলকিস বেগম, বিউটি খাতুন, জালমাছমারীর ফাতেমাসহ হতদ্ররিদ্র মানুষগুলোর চোখে-মুখে খুশির আভাস লক্ষ্য করা গেছে। এ কার্যক্রম বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।

Hi-performance fast WordPress hosting by FireVPS