ঢাকা | অগাস্ট ১০, ২০২৫ - ৪:২৩ পূর্বাহ্ন

শিরোনাম

লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট: Thursday, May 22, 2025 - 11:04 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে সাদিয়া (০৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর তালতলা মোড় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত সাদিয়া উপজেলার জোকাদহ গ্রামের সাদ্দাম আলীর মেয়ে। স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে সাদিয়া তার মায়ের সাথে গৌরীপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে।

দুপুরে তার নানার বাড়ির বাইরে পাড়ার অন্যান্য শিশুদের সাথে খেলাধুলা করার সময় সবার অগোচরে বাড়ির পাশে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সাদিয়া।

বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় কয়েকজন যুবক তালতলা মোড়ে পদ্মা নদীতে গোসল করতে নেমে হঠাৎ তাদের পায়ে বাধলে নদীতে উঠিয়ে তাৎক্ষণিক সাদিয়াকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সাদিয়ার নানা বকুল জানান, সাদিয়া বাড়ির বাহিরে খেলাধুলা করছিল। হঠাৎ তাকে দেখতে না পেয়ে পাড়ার মধ্যে খোঁজ করা হয়। এসময় তালতলা পদ্মা নদী থেকে একটি ছোট মেয়েকে উদ্ধার করা হয়েছে।

তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে সাদিয়াকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।