মোহনপুরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি

ভ্রাম্যমাণ প্রতিনিধি: বৃহস্পতিবার বেলা দশটার সময় মোহনপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদের সদস্যদের জন্য গ্রাম আদালত প্রশিক্ষণ কর্মসূচি হয়েছে।
বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ের প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-এর উদ্যোগে প্রশিক্ষণটি বাস্তবায়ন করা হয়। প্রশিক্ষণটি আয়োজন করেন উপজেলা প্রশাসন মোহনপুর, রাজশাহী ।
প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএলজি পারভেজ রায়হান, কোর্স কো-অর্ডিনেটর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা, উপজেলা সমাজসেবা অফিসার শামীম হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আলী রেজা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা, উপজেলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমন্বয়কারী মুক্তি বেগম।