মোহনপুরে ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার, গ্রেপ্তার ৬ জন

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার ৬ নং জাহানাবাদ ইউনিয়ন পরিষদে জমি-জমার বিরোধ সংক্রান্ত সালিশ চলাকালে দেশিয় অস্ত্র ও ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করছে পুলিশ।
জানা যায়, মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের অন্তর্গত কোটালীপাড়া বাজার সংলগ্ন ১৪ (চৌদ্দ) শতাংশ জমি দোকানসহ নিয়ে ইউপির ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোটালিপাড়া গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে জাহাঙ্গীর আলম (৪০) এর সাথে ইউপির ফতেপুর গ্রামের মৃত নুরু শাহ এর ছেলে রফিকুল ইসলাম (৪৮) এর মধ্যে বিভিন্ন সময়ে দ্বন্দ্ব-ফাসাদের এক পর্যায়ে বৃহস্পতিবার উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ উভয় পক্ষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে জাহানাবাদ ইউনিয়ন পরিষদে জমি-জমা বিরোধ সংক্রন্ত সালিশ করছিলেন।
এসময় ইউনিয়ন পরিষদ কম্পাউন্ডের ভেতর Apache RTR 150 CC I Dayun 80 CC দুইটি মোটরসাইকেলের সাথে দেশিয় অস্ত্র সহ ককটেল সাদৃশ্য বস্তু স্কুল ব্যাগের ভেতর পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় সাধারণ জনগণ দেখতে পেয়ে থানা পুলিশকে সংবাদ দেন।
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপরোক্ত মালামাল উদ্ধার করে এবং একই সাথে পুলিশ উপরোক্ত মালামাল আনয়নকারী উপজেলার নওপাড়া গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে আলিফ হোসেন (১৮), রাজশাহীর শাহমখদুম থানার নওদাপাড়া গ্রামের শাহিনুর রহমানের ছেলে সোহাগ আহমেদ (২৯), চন্দ্রিমা থানার শালবাগান গ্রামের বাবলার ছেলে বাপ্পি (৩০) ও পাপ্পু (২৮) সহ মিনহাজের ছেলে সুরুজ (২৬) এবং পবা উপজেলার শ্রীপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে মারুফ মোর্তুজাকে (২৭) গ্রেফতার করে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের দোতলা ভবনের একটি কক্ষে আটকে রাখে। পরে পুলিশ তাদেরকে থানা হেফাজতে নিয়ে যায়।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, ঘটনাস্থল থেকে দেশিয় অস্ত্রসহ ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেছি এবং ৬ জন আসামিকে গ্রেপ্তার করেছি। ইতিমধ্যে থানায় ককটেল ডিস্পোজাল ইউনিট এসেছে। আসামিরা বর্তমানে থানা হেফাজতে রয়েছে।