ভোলাহাটে কৃষি দপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ভোলাহাট (চাঁপাই) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যাণ্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়।
সভায় নয়া উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. ইয়াসিন আলী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুলতান আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোজাম্মেল হক চুটু, প্যানেল চেয়ারম্যান আজিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মাহবুব হাসান, বিএমডিএ সহকারী প্রকৌশলী লোকমান হাকিম, আরডিও সবুজ আলী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার শাহ্ জালাল।