ঢাকা | মে ২৩, ২০২৫ - ৫:৫০ পূর্বাহ্ন

শিরোনাম

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশেষ সেমিনারে দক্ষিণ কোরিয়া রাষ্ট্রদূত

  • আপডেট: Thursday, May 22, 2025 - 11:59 pm

স্টাফ রিপোর্টার: “দক্ষিণ কোরিয়ার অগ্রগতির পেছনে বড় ভূমিকা রেখেছে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবন। বাংলাদেশেও সেই সম্ভাবনা রয়েছে। এই দেশের তরুণরা অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী। আমি বিশ্বাস করি, কোরিয়া ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বাড়লে দুই দেশই উপকৃত হবে।”

বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক গতকাল বৃহস্পতিবার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত “কোরিয়াজ কারেন্ট সিচুয়েশন ইনক্লুডিং ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ উইথ বাংলাদেশ” শীর্ষক সেমনিারে এই মন্তব্য করেছেন।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অডিটেরিয়ামে অনুষ্ঠিত বিশেষ এই সেমিনারে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা, উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ প্রফেসর ড. ফয়জার রহমান, নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ,  ক্যারিয়ার ও রিসার্চ সেন্টারের পরিচালক প্রফেসর ড. এএইচএম রহমতউল্লাহ ইমন, রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডলসহ বিভিন্ন স্কুলের ডীন, বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কোরিয়ান দূতাবাসের সাংস্কৃতিক কর্মকর্তা কুয়ুং-রে লি।

Hi-performance fast WordPress hosting by FireVPS