ঢাকা | মে ২৩, ২০২৫ - ২:২৪ পূর্বাহ্ন

শিরোনাম

বড়াইগ্রামে দেয়াল চাপায় শিশুর মৃত্যু

  • আপডেট: Thursday, May 22, 2025 - 10:54 pm

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ঝড়বৃষ্টির সময় বাড়ির ধসে পড়া পুরনো ইটের দেয়ালের নীচে চাপা পড়ে বিথি খাতুন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার মাঝগাঁও ইউনিয়নের আগ্রান গ্রামে এ ঘটনা ঘটে। বিথি ওই গ্রামের কৃষক আবু বকর সিদ্দিকে বড় মেয়ে। সে আগ্রান গণজাগরণ উপ-আনুষ্ঠানিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। ওই বিদ্যালয়ের শিক্ষক সেলিম রেজা জানান, সন্ধ্যায় প্রবল ঝড় ও ভারী বৃষ্টি শুরু হয়।

সে সময় বিথি বাড়ির ওই দেয়ালের পাশে থাকা নলকূপে হাত-পা ধুতে যায়। কিন্তু বাতাসের চাপে হঠাৎ করেই পুরোনো ও দুর্বল দেয়ালটি ধসে পড়ে।

এতে দেয়ালের নিচে চাপা পড়ে বিথি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিথির চাচা শাহ আলম বলেন, বিথি ছিল বাবা-মায়ের বড় সন্তান। সে মেধাবী ও বিনয়ী ছিল। লেখাপড়া শিখে সে শিক্ষক হতে চেয়েছিল, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল।

এমন মৃত্যু শুধু আমাদের পরিবারে নয়, পুরো গ্রাম জুড়েই শোকের ছায়া নেমে এসেছে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS